বেশির ভাগ মানুষের যে কারণে করোনা ভ্যাকসিন নেয়ার দরকার হবে না

অনলাইন ডেস্ক : যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল, কেবলমাত্র তাদের ক্ষেত্রেই করোনা প্রতিষেধক নেওয়ার প্রয়োজন পড়বে। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ভারতের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার জয়ী বাঙালি বিশেষজ্ঞ সুনেত্রা গুপ্ত। অধ্যাপিকা গুপ্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অন্যতম মহামারি বিশেষজ্ঞ। খবর জি নিউজের।

তিনি জানান, অধিকাংশ মানুষেরই করোনাভাইরাস নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। কারণ, ইনফ্লুয়েঞ্জার চেয়েও এ ক্ষেত্রে মৃত্যুর হার কম। তার দাবি, সাধারণ ফ্লু বা জ্বরের ক্ষেত্রে যতটা স্বাস্থ্যহানীর ঝুঁকি থাকে, করোনার ক্ষেত্রেও একজন সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ঠিক ততটাই ঝুঁকি রয়েছে।
তাহলে কী করোনা নিয়ে ভয়ের কিছু নেই, এমন প্রশ্নের জবাবে অধ্যাপিকা গুপ্ত জানান, যারা বয়স্ক বা যাদের আগে থেকেই কোনও বড় রকমের স্বাস্থ্য সমস্যা (হাঁপানি, ডায়াবেটিস, হৃদরোগ ইত্যাদি) রয়েছে, তাদের ক্ষেত্রেই করোনায় প্রাণহানীর ঝুঁকি রয়েছে।

অধ্যাপিকা গুপ্ত জানান, করোনা প্রতিষেধক স্বাস্থ্যহানীর ঝুঁকি কমানোর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হতে পারে। তার মতে, লকডাউন জারি করে করোনা সংক্রমণ অনেকটাই ঠেকানো সম্ভব হয়েছে। তবে লকডাউন কখনওই করোনা সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। সে জন্যই করোনার প্রতিষেধক বা ওষুধের প্রয়োজন, মত অধ্যাপিকা গুপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *