অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নতুন সংস্করণে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন এ সংস্করণটি নিয়ে। তাদের মতে, ফেসবুকের নতুন নকশায় যারাই কাজ করেছেন তাদেরকে চাকরিচ্যুত করা উচিত। নতুন এ সংস্করণকে ‘কুৎসিত’ দাবি করেছেন কিছু গ্রাহক।
নতুন সংস্করণে ওয়েবসাইটের ওপরে এতদিনের পরিচিত নীল রঙয়ের বারটি সাদা করেছে ফেইসবুক। বারের অংশেই থাকবে হালকা ধূসর রঙে নিউজ ফিড, মেসেঞ্জার, নোটিফিকেশনস, ওয়াচ, মার্কেটপ্লেস এবং গ্রুপস আইকন। সেখানে লোগোতেও এসেছে পরিবর্তন।
সেপ্টেম্বরের শুরু থেকে সব গ্রাহককে নতুন নকশার সংস্করণটি ব্যবহারে বাধ্য করবে ফেসবুক। তার আগ পর্যন্ত পুরানো সংস্করণে ফিরে যাওয়ার জন্য সুযোগ রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।