বগুড়ায় আরও ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলায় গত ২৪ ঘন্টায় ৩১৯টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬১ জন। এর মধ্যে ৪০জন পুরুষ, ২০ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। আক্রান্তদের ২ জন শিবগঞ্জ উপজেলার, ১জন দুপচাচিয়া, ৩ জন কাহালু ,৫ জন শেরপুর, ৪ জন শাজাহানপুর ও ৪৬ জন বগুড়া সদর উপজেলার বাসিন্দা।

এই ৬১ জনসহ বগুড়ায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫১৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থতার ছাড়পত্র পেয়েছেন আরও ৪৮ জন। ফলে মোট সুস্থতার সংখ্যা এখন ৫ হাজার ৩৩৯ জন। শুক্রবার বগুড়া জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ তথ্য জানান । তিনি জানান, বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৬৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *