টিকটকের মতো ফিচার ইউটিউবে

অনলাইন ডেস্ক : ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব নিয়ে এসেছে টিকটকের মতো ভিডিও ফিচার। শর্টস নামে এ ফিচারটির মাধ্যমে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও বানানো যাবে।

ব্যাকগ্রাউন্ড টিউন হিসেবে এতে ইউটিউবের লাইসেন্সপ্রাপ্ত মিউজিক যুক্ত করা যাবে। ভিডিওর সময় দেখা যাবে টাইমার ও কাউন্টডাউন। চাইলে নিয়ন্ত্রণ করা যাবে রেকর্ডিং স্পিড। কয়েকটি ফুটেজ যুক্ত করে একটি ভিডিও বানানোরও সুযোগ থাকবে।
এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মটিতে মাসে ২০০ কোটি ব্যবহারকারী প্রবেশ করে। তাই নতুন প্রজন্মের মোবাইল কনটেন্ট ক্রিয়েটরদের কমিউনিটি আরও বড় করতে প্ল্যাটফর্মটি তৈরি করেছে তারা।

আপাতত শুধু ভারতে ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য দেশেও ফিচারটি ব্যবহার করা যাবে। গত আগস্টে টিকটকের বিকল্প হিসেবে রিলস নামের একটি ফিচার উন্মুক্ত করে ইনস্টাগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *