অনলাইন ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়াল ৪ কোটি সোয়া ৬ লাখ। মারা গেছেন ১১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ।
শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩২ হাজার মানুষের দেহে মিলেছে কোভিড-১৯। একই সময়ে আরও সাড়ে ৪ হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।
সোমবার দৈনিক মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। নতুন করে ৬শ’ প্রাণহানির পর দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৫ হাজার। অর্ধলাখের কম সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ছুঁইছুঁই।
অন্যদিকে একইদিনে সংক্রমণ সবচেয়ে বেশি দেখেছে যুক্তরাষ্ট্র। অর্ধলাখের বেশি সংক্রমণ শনাক্তে দেশটিতে মোট আক্রান্ত সাড়ে ৮৪ লাখ মানুষ। ৪শ’র বেশি মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে সোয়া দু’লাখ।
এদিন সাড়ে ৪শ’ মৃত্যু রেকর্ড করেছে আর্জেন্টিনা। এ পর্যন্ত প্রায় সাড়ে ৮৬ হাজার মৃত্যু দেখেছে মেক্সিকো। দৈনিক প্রাণহানি কমে এলেও ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার। একদিনে রেকর্ড ৩৩৭ মৃত্যু দেখেছে ইরান।