২ লাখ ২০ হাজার ফিলিস্তিনির জুমার নামাজ আদায় আল আকসাতে

ইন্টারন্যাশনাল ডেস্ক : রমজান মাসের দ্বিতীয় শুক্রবার আল আকসা মসজিদে নামাজ আদায় করেছে ২ লাখ ২০ হাজার ফিলিস্তিনি। ৪০ ঊর্ধ্ব পুরুষ, ১২ বছরের কম বয়সী শিশু ও সকল বয়সের নারীদের এদিন জুমার নামাজ আদায় করার সুযোগ দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিন ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদে আসতে করতে কোনো অনুমতির দরকার হয়নি।

জর্ডানের সংস্থা জেরুজালেম ইসলামিক ওয়াকফের মুখপাত্র ফিরাজ আল দিব্স বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুমার নামাজ আদায় করতে আসা এসব মুসল্লিদের মধ্যে ১ লাখ মুসল্লি আল আকসায় মাগরিবের নামাজ আদায় করতে থেকে যান।১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। বিশ্বখ্যাত আল আকসা মসজিদটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *