মধ্যরাত থেকে দেশে প্রবেশে লাগবে করোনা নেগেটিভ সনদ

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শুক্রবার (৪ ডিসেম্বর) ১২টার পর থেকে বিদেশফেরত বা অন্য কোনো দেশের যাত্রী কোভিড-১৯ নেগেটিড সনদ ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। যদি কোনো এয়ারলাইন্স সনদ ছাড়া যাত্রী পরিবহন করে, এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।

শুক্রবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছেন। বেবিচকের নতুন নির্দেশনায় এই বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
বেবিচক সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘বাংলাদেশে আসার আগে সব যাত্রীকে ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করতে হবে। পরীক্ষায় তাদের করোনাভাইরাস নেগেটিভ এলে তবেই তারা বাংলাদেশে আসার অনুমতি পাবেন। বিমানবন্দরে যাত্রীদের সেই মেডিকেল সনদ দেখাতে হবে।’

বিমানবন্দরে আসা যাত্রীর সবার তাপমাত্রা পরীক্ষাসহ মেডিকেল স্ক্রিনিং হবে। কারও মধ্যে করোনা লক্ষণ-উপসর্গ দেখা গেলে কোভিড-১৯ ‘নেগেটিভ’ সনদ থাকলেও তাকে সরাসরি নির্ধারিত হাসপাতালে নিয়ে পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হবে এবং আইসোলেশন সেন্টারে পাঠানো হবে।

আর যাদের মধ্যে উপসর্গ থাকবে না, তাদের বাড়ি ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *