অনলাইন ডেস্ক : চলতি ডিসেম্বর মাসেই উচ্চমাধ্যমিক ও সমমান (এইচএসসি)-এর ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। এবার এসএসসি পরীক্ষা নেওয়া হয়নি। তবে অষ্টমের সমাপনী ও এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল ঘোষণা করা হবে বলে আগেই জানানো হয়েছে।
রবিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসএসসির ফল প্রকাশে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন প্রস্তাব আসছে। আমরা কাজ করছি। মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে।
এর আগে গত ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে জানান, করোনা ভাইরাস মহামারির মধ্যে পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এবার এইচএসসি পরীক্ষা নেওয়া হবে না। অষ্টমের সমাপনী ও এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ফল ঘোষণা করা হবে।