

অনলাইন ডেস্ক : কলাবাগানের ঘটনাটিকে একটি পূর্ণাঙ্গ ক্রাইম (অপরাধ) হিসেবে দেখছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল সোমবার সকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘র্যাব সেবা সপ্তাহের’ শেষ দিনে দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ড. বেনজীর আহমেদ বলেন, ‘কিশোরদের বিপথগামী হতে দেওয়া যাবে না। কিশোর গ্যাং নামে কোনো দৌরাত্ম্য চলতে পারে না। আমাদের এ ধরনের যেকোনো দৌরাত্ম্য মোকাবেলা করতে হবে। আমাদের একটি প্রজন্ম নষ্ট হয়ে যাবে তা আমরা চাই না। আর এ জন্য দায়িত্ব্ব নিতে হবে মা-বাবা, পরিবার ও সমাজকেও। মা-বাবাকে সন্তানের খোঁজখবর রাখতে হবে। তাদের মধ্যে নীতি-নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলতে হবে।’
র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে র্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার।
ড. বেনজীর আহমেদ আরো বলেন, ‘আমরা যেন আইনের আধুনিকায়ন করতে গিয়ে জটিলতা তৈরি না করি। পত্রিকার পাতা খুললেই কিশোর গ্যাং। আদালতের নির্দেশনা মোতাবেক শিশুদের হেফাজতে নিতে হলে নানা ধরনের নিয়ম রয়েছে। তাদের বিচার শিশু আদালতে করতে হবে।’