কুষ্টিয়ায় নতুন করে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত, ২ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ২১ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৩৬৭ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ১২ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮১টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১০১টি, ঝিনাইদহ জেলার ৫৪টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১২৬ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ২১ টি, ঝিনাইদহ জেলার ২৪ টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১২ স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ২১ জন ব্যক্তির মধ্যে ১২ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০৫ জন কুমারখালী উপজেলার, ০১ জন দৌলতপুর উপজেলার এবং ০৩ জন ভেড়ামারা উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১২ জন ব্যক্তির ঠিকানাঃ
১) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
২) পূর্ব মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) খাজানগর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) পিয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) ডিসি অফিস, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) সাদ্দাম বাজার গলি, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮) পূর্ব মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯) মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১১) ০২ জন জুগিয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১২) সাদ্দাম বাজার গলি, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ০৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১) প্রফেসরপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
২) পূর্ব নওদাপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
৩) বাহিরচর,ভেড়ামারা, কুষ্টিয়া।
 কুমারখালী উপজেলায় আক্রান্ত ০৫ জন ব্যক্তির ঠিকানাঃ
১)০২ জন তেবাড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া।
২) জদুবয়রা, কুমারখালী, কুষ্টিয়া।
৩) মির্জাপুর, কুমারখালী, কুষ্টিয়া।
৪) এলঙ্গি,কুমারখালী, কুষ্টিয়া।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ০১ জন ব্যক্তির ঠিকানাঃ
১)Gorura, Daulatpur, kushtia.
আজ মৃত্যুবরণকারী ০২ জন ব্যাক্তির বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায় ব্যক্তির ঠিকানাঃ
১) টালিপাড়া, সদর, কুষ্টিয়া।
২) কালিশংকরপুর, সদর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৩৬৭জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৯৬৮ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *