সিঙ্গাপুরে ভারতীয় ধরণের করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক :

 

 

 

ভারতীয় ভয়ংকর ধরণটি ইউরোপ-আফ্রিকার পর এবার সিঙ্গাপুরেও শনাক্ত হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে।

 

 

 

 

এক সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিক্যাল সার্ভিসের পরিচালক কেনেথ ম্যাক বলেন, ‘ট্যান টক সেঙ হসপিটালে (টিটিএসএইচ) করোনা ভাইরাসের ভারতীয় ধরণে ইতিমধ্যে পাঁচজন রোগী শনাক্ত হয়েছেন। তিনটি স্থানীয় ক্লাস্টারে মোট সাত জনের মধ্যে ভারতীয় ভাইরাস (বি১৬১৭২) উপস্থিতি রয়েছে।’ এছাড়াও ম্যাক করোনা প্রতিরোধে ভ্যাকসিন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

 

টিটিএসএইচ হাসপাতালে আক্রান্ত ৫ জনের মধ্যে একজন নার্স ও একজন চিকিৎসকও রয়েছেন। বাকি দু’জনের একজন হচ্ছেন চাঙ্গি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা এবং অপরজন হলেন কমিউনিটি কেয়ারের ক্লিনার।

 

 

 

 

 

প্রসঙ্গত, করোনা মহামারি দেখা দেওয়ার পর থেকেই সিঙ্গাপুর সতর্ক ছিল। বিশ্বের বিভিন্ন দেশে যখন সংক্রমণ-মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছিল তখন সিঙ্গাপুর লকডাউন-কোয়ারেন্টিনসহ এ ভাইরাস প্রতিরোধে জরুরি সব পদক্ষেপ নেয়। ফলে দেশটিতে মাত্র ৬১ হাজার ২৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র ৩১ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *