অনলাইন ডেস্ক : বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক লিমিটেডের মানবসম্পদ কর্মকর্তা মুজতবা শাহরিয়ার (৪০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার বিকেলে তাকে তালতলা কবরস্থানে দাফন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
শাহরিয়ার কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করা হলে তার কোভিড-১৯ নেগেটিভ আসে। তার বোন ও বোন জামাই বারডেম হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে কিডনি সমস্যার চিকিৎসা নিচ্ছিলেন।
শনিবার সকালে সেখানে অবস্থার অবনতি হলে মুগদা হাসপাতালে ভর্তি হন তিনি। রবিবার সকালে হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন করে জানানো হয় তিনি মারা গেছেন।
মুজতবা শাহরিয়ার সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রধান মানবসম্পদ পরিচালন কর্মকর্তার দায়িত্ব পালন করতেন।