বিপণীবিতান-শপিংমল খোলা থাকছে

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

সরকারের নির্দেশনা মেনে ঢাকাসহ দেশের সব বিপণীবিতান, শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি।  সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘সরকারঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে থেকে ব্যবসায়ীরা স্বাস্থ্য দফতরের নীতিমালা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশাবলি পালন করে নিজে এবং ক্রেতাকে ঝুঁকিমুক্ত রেখে ব্যবসা পরিচালনা করতে চাইলে পারবেন। তবে কেউ যদি তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সংগঠনটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলা রাখার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ।’

 

 

 

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘মাস্ক নাই সেবা নাই’-সহ সরকারি সব নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে পরবর্তী সরকারের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঢাকা শহরসহ সারাদেশের সব বাণিজ্য বিতান, শপিংমল খোলা থাকবে।’

 

 

 

 

 

এ বছর করোনা সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে ‘বিধিনিষেধ’ ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা ‘লকডাউন’ হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর বিধিনিষেধ’ ঘোষণা করে সরকার। পরে তা ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়। সবশেষ তা ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *