কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

অনলাইন ডেস্ক :

 

 

 

 

কুষ্টিয়াসহ দেশের চার বিভাগের বেশ কয়েকটি জেলায় মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ভূকম্পনের উৎপত্তিস্থলের দূরত্ব ২৪২ কিলোমিটার। উৎপত্তিস্থল ভারতের আসামের কাছাকাছি লাখীপুরে।

 

 

 

 

 

আজ সকাল রাজধানী ৯টা ১৫ মিনিট ২৪ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল আসামের কাছাকাছি লাখীপুর।

 

 

 

 

 

ইউরোপিয়ান মেজারমেন্ট সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল মেঘালয়ে। বাংলাদেশের শেরপুর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১০৭ কিলোমিটার।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে আসাম ও মেঘালয়ে ভূমিকম্প হয়।

 

 

 

 

 

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২। উৎপত্তিস্থল আসামের গোয়ালপাড়া। ভূমিকম্প অনুভূত হয় দেশটির উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *