
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে লালন একাডেমির দুঃস্থ লালন ভক্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ছেঁউরিয়ার লালন আঁখড়ার একাডেমিতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি থেকে ৭৯ জন বাউল ও লালন ভক্তদের মাঝে এই উপহার সামগ্রী প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সিরাজুল ইসলাম, কুষ্টিয়া সদরের উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান চন্দ্র মন্ডল ও লালন একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।













