বেনাপোল বন্দর অটোমোশনের আওতায়

বেনাপোল প্রতিনিধি :

 

আরও একধাপ এগিয়ে গেল বেনাপোল বন্দর। সিসি ক্যামেরা দ্বারা বন্দরের কার্যক্রম পরিচালিত হবার পর এবার অটোমোশনের আওতায় যুক্ত হলো। এর ফলে ভারত থেকে পণ্য আমদানি এবং খালাসে ফিরবে স্বচ্ছতা এবং গতিশীলতা।

 

আমদানিকারকরা ঘরে বসেই জানতে পারবেন পণ্যের অবস্থান। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দর এলাকায় প্রবেশের পর মালামালের সঠিকতা নিরুপণ, স্কেলে ওজন, শেড বা ইর্য়াডে পোষ্টিং, পণ্য বন্দরে আনলোড করে ভারতীয় গাড়ি ফিরে যাবার যাবতীয় তথ্য অটোমোশনের কারণে সহজেই নির্ণয় করা যাবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, চট্রগ্রামের পর প্রথম বেনাপোল বন্দর অটোমোশনে যুক্ত হলো। গুগলক্রমে ঢুকে আমদানিকৃত পণ্যের মেনিফেষ্ট নম্বর এন্ট্রি করে ১৮০.২১১.১৯৩.৮৩:৮০০০ ওয়েভ এ্যাড্রেসে সার্চ দিয়ে সংশ্লিষ্ট আমদানিকারক তার পণ্যের অবস্থান নিশ্চিত হতে পারবেন।

 

তিনি আরও জানান, প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ডাটাসফ্ট নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে গত ২০ আগষ্ট বেনাপোল বন্দরে অটোমোশন কার্যক্রম পুরোপুরি চালু হয়। এর আগে নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি গতবছর অটোমোশন কার্যক্রমের উদ্বোধন করলেও জনবলের অভাবে তা চালু হয়নি।

 

এদিকে, বন্দর কতৃর্পক্ষ এ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে চালু করায় তাদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন কাষ্টমস কমিশনার আজিজুর রহমান, এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *