দ্রব্যমূল্যের লাগাম টানতে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসেছে সরকার

অনলাইন ডেস্ক :

 

দ্রব্যমূল্যের লাগাম টানতে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসেছে সরকার। রবিবার বিকাল ৪টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় সভাপতিত্ব করছেন।

 

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া বৈঠকে উপস্থিত রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।

 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারাও বৈঠকে অংশ নিয়েছেন।

 

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, দ্রব্যমূল্যের বাজার পর্যালোচনাসহ ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

 

রমজানের আগেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস। এ পরিস্থিতিতে বৈঠকে বসেছেন সরকারের শীর্ষ পর্যায়ের কর্তা-ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *