

রাজবাড়ী প্রতিনিধি :
ব্যাটারিচালিত রিকশাভ্যান নিয়ে ছিটকে পড়ে শামসু সরদার (৪১) নামে এক রিকশাভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহত শামসু রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর রামকৃষ্ণপুর গ্রামের মৃত ময়েজ সরদারের ছেলে।
রাজবাড়ী থানার এসআই লিয়াকত হোসেন বলেন, শামসু সরদার তার ব্যাটারিচালিত রিকশাভ্যান নিয়ে একই ইউনিয়নের গোপিনাথপুর এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালের মধ্যে গিয়ে পড়েন।
সে সময় ওই খালে পাট জাগ দেওয়ার বাঁশ দাঁড় করানো ছিল।
ওই বাঁশ তার শরীরের মধ্যে ঢুকে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।