ফেসবুকে অ্যাডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করবেন কীভাবে?

অনলাইন ডেস্ক :

 

ফেসবুক বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্রায় সব বয়সী নারী পুরুষ ব্যবহার করছেন ফেসবুক। ছোটরা ফেসবুক ব্যবহার না করলেও অনেক সময় বাবা-মায়ের অ্যাকাউন্টে ঢুকে বিভিন্ন রিলস বা ভিডিও দেখেন।

 

অনেক সময় এমন হয় যে কোনো ভিডিও দেখছেন না নিউজ ফিড স্ক্রোল করছেন এর মধ্যে অ্যাডাল্ড কন্টেন্ট চলে আসে। এতে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এজন্য। এছাড়াও সন্তানদের হাতে ফোন থাকলে পড়তে হয় আরও ঝামেলায়।

 

চাইলেই আপনার ফেসবুক ফিডে অ্যাডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করতে পারেন।

 

জেনে নিন উপায়-

 

** এজন্য প্রথমেই আপনার ফোনের ফেসবুক অ্যাপ ওপেন করুন।

 

** আপনার অ্যাকাউন্ট লগইন করে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যান।

 

** সেখান থেকে সেটিংস অপশনটি বেছে নিন।

 

** এবার এখানে নিউজ ফিড একটি অপশন পাবেন, সিলেক্ট করে এগিয়ে যান।

 

** এখানে নিচের দিকে পাবেন রিডিউস অপশন। সেটিতে ক্লিক করুন।

 

** এখানে দুটি অপশন দেখা যাবে। একটি রিডিউস (ডিফল্ট) ও রিডিউস মোর। দ্বিতীয় অপশনটি অন করে দিন। এরপর থেকে আপনার নিউজফিডে আর অ্যাডাল্ট কন্টেন্ট আসবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *