

অনলাইন ডেস্ক :
জুলাই মাসে সোনা ও রুপার দাম টানা বেড়েছিল ভারতে।
দুই ধাতুর দাম কমার পেছনে মূল কারণ, আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস। খুচরা বিক্রির হারও জুলাই মাসে প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে।
রুপার ক্ষেত্রেও শেষ ১০ দিনে বেড়েছে শুধুই বুধবার। বৃহস্পতিবার আবার কেজিতে ৫০০ রুপি কমেছে। সব মিলিয়ে গত ১০ দিনে রুপার দর এক হাজার ৭০০ রুপি কমেছে।
ভারতীয় ধাতুর ব্যবসায়ীরা মনে করছেন, পূজার আগে আরো একটু দাম কমতে পারে সোনা ও রুপার। এই সময় খুচরা বাজারে চাহিদা কেমন থাকে তার ওপরে কিছুটা নির্ভর করলেও আন্তর্জাতিক বাজারের যা ধারা তাতে সোনা ও রুপার দর কমার সম্ভাবনাই বেশি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা