অনলাইন ডেস্ক :
এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) গতকাল জানিয়েছে, গতকাল রবিবার সকালে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে দক্ষিণ থাইল্যান্ড ও তত্সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে। এর প্রভাবে আজ সোমবার দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এটি ক্রমশ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এসে আগামী বুধবারের (২৯ নভেম্বর) মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।
আজ সোমবারের পূর্বাভাসে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ ডিগ্রি সেলসিয়াস।