নকিয়ার ফিচার ফোনে ৭৫০০ এমএএইচ ব্যাটারি

অনলাইন ডেস্ক :

 

শক্তিশালী ব্যাটারির নতুন ফোন আনল নকিয়া। এই ফোনের মডেল ১১০০ লাইট। হ্যান্ডসেটটিতে ৭৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনটি নিজের অত্যাধুনিক বৈশিষ্ট্যের কারণে রীতিমতো আকর্ষণীয় হয়ে উঠেছে মোবাইল প্রেমীদের কাছে।

ফোনটিতে রয়েছে টু কে রেজুলেশনের ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে দেখতে পাবেন। প্রসেসর হিসেবে দুর্দান্ত এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে স্নাপড্রাগন ৬৫০ এর শক্তিশালী চিপসেট। এছাড়া শক্তিশালী এই স্মার্টফোনটি ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে ডিভাইস বাজারে ছাড়া হয়েছে।

এই স্মার্টফোনে প্রাথমিক ক্যামেরা হিসেবে ৬৪ মেগাপিক্সেলের শক্তিশালী লেন্স ব্যবহার করা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ১৬ ও ১২ মেগাপিক্সেলের আরও দুইটি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। সেলফি প্রেমীদের জন্য দুর্দান্ত এই ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি সেন্সরও ব্যবহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *