মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক :

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যশোর, সাভার ও রাজধানী ঢাকায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

 

৪ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষ্যে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিদর্শনকালে কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। এতে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন, যশোর এরিয়া কমান্ডার, সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং স্থানীয় বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

যশোর অঞ্চল পরিদর্শন শেষে সেনাপ্রধান সাভার ও ঢাকায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় বুধবার (৩ জানুয়ারি) থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *