এআইর কারসাজি ধরতে যে ফিচার আনছে মেটা

অনলাইন ডেস্ক :

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ছবি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে পোস্ট করলেই তা ধরে পড়ে যাবে মেটার কাছে। নতুন এই ফিচার নিয়ে কাজ শুরু করেছেন মেটা কর্তৃপক্ষ। কেবল ছবিই নয়, অডিও ও ভিডিওর ক্ষেত্রেও এআই ব্যবহার করা হলে তাও ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের পাতায় বিশেষ ভাবে চিহ্নিত করবে মেটা।

 

ফেসবুক এবং ইনস্টাগ্রামের গ্রাহকেরা কিছু দিনের মধ্যেই (এআই)-এর সাহায্য তৈরি ছবি ও ভিডিওর গায়ে বিশেষ ধরনের লেবেল বা সনাক্তকরণ চিহ্ন দেখতে পাবেন। এর মাধ্যমে গ্রাহকেরা সহজেই আসল ও নকলের তফাত বুঝতে পারবেন বলে মনে করছে মেটা।

 

মেটার কর্নধার মার্ক জাকারবার্গ জানিয়েছেন, কয়েক মাসের মধ্যেই এই নতুন ফিচারের সুবিধা পাবেন গ্রাহকেরা। তিনি বলেছেন, ‘গ্রাহকেরা যে ফোটোরিয়্যলিস্টিক কনটেন্টটি দেখছেন, সেটা যে আদতে এআই দিয়ে তৈরি, তা গ্রাহকদের জানানো ভীষণ জরুরি। মেটার এআই বৈশিষ্ট্যের সাহায্যে তৈরি চিত্রগুলিতে তাই আমরা ‘ইমাজিনড উইথ এআই’ বা ‘এআই দিয়ে তৈরি’ এই লেবেলটি প্রয়োগ করি। তবে অন্যান্য অ্যাপ বা ওয়েবসাইটে এআইয়ের সাহায্য তৈরি ছবিগুলিকেও যাতে ফেসবুক ও ইনস্টাগ্রাম চিহ্নিত করতে পারে, সেই চেষ্টাই চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *