এ মুহূর্তে ফেসবুক-ইনস্টাগ্রামে যে চারটি কাজ থেকে বিরত থাকবেন

অনলাইন ডেস্ক :
বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে নিস্ক্রিয় হয়ে পড়ার কয়েক ঘণ্টা পর ফের স্বাভাবিক হতে চলেছে। মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর হঠাৎ করে ফেসবুকে সমস্যা দেখা দেয়। বাংলাদেশ, ভারত ছাড়াও আমেরিকা, ইউরোপসহ বিশ্বের অনেক জায়গায় দেখা দেয় এই সমস্যা।
তখন স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক আইডিগুলো লগআউট হয়ে যায়। তবে রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকের সমস্যা দূর হয়। কিন্তু ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার এখনো ব্যবহার করতে কিছুটা সমস্যা হচ্ছে।
ওয়েবসাইট পর্যবেক্ষণের ওয়েবসাইট ডাউনডিটেক্টরে মঙ্গলবার রাত ৯ টা থেকে ৯টা ৫৩ মিনিট পর্যন্ত ৪ লাখ ৬১ হাজা ৪৮ জন ব্যবহারকারী হুট করে লগ–আউট হয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম বলেন, সারা পৃথিবীতে এই সমস্যা হচ্ছে। অ্যাকাউন্ট লগ–আউট হয়ে যাওয়া, দ্বিস্তরের যাচাই পদ্ধতি (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) কাজ করছেনা ইত্যাদি সমস্যা দেখা যাচ্ছে।
এই অবস্থায় ব্যবহারকারীদের কিছু বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মোহাম্মদ সাইফুল ইসলাম খান। তিনি চারটি কাজ করা থেকে ব্যবহারকারিদের বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
এগুলো হলো:-
১. ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা।
২. ফেসবুক অ্যাপ আনইন্সটল না করা।
৩. বারবার টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কোড না দেয়া।
৪. অ্যাপের ডেটা ক্লিয়ার না করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *