ফেসবুক করোনার কারণে ডেস্কটপ ম্যাসেঞ্জার অ্যাপ চালু করলো

অনলাইন ডেস্ক : করোনার জন্য গত এক মাসে ডেস্কটপ ব্রাউজারে মেসেঞ্জারের মাধ্যমে অডিও এবং ভিডিও কল বেড়েছে একশত ভাগ। কয়েকদিন আগেই এক ঘোষণায় সেটা জানিয়েছিল ফেসবুক। চাহিদা বাড়ায় শেষ পর্যন্ত মেসেঞ্জারের জন্য প্রথমবারের মতো ডেডিকেটেড ডেস্কটপ অ্যাপ্লিকেশন চালু করেই ফেললো তারা। আর আজ থেকে এই সুবিধা ব্যবহার করা যাবে উইন্ডোজ এবং ম্যাকওএসে।
ওয়েব ব্রাউজারে মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে মিলবে বেশ কিছু সুবিধা যা কিনা স্মার্টফোনে পাওয়া যায় না।
একনজের দেখা নেওয়া যাক কি কি সুবিধা পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশনে।
গ্রুপ ভিডিও কল: স্মার্টফোন চেয়ে অনেক বড় পর্দায় এখন খুব সহজেই পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
সহজেই সংযুক্ত : আপনি যদি ফেসবুকে কারও সঙ্গে আগে থেকেই সংযুক্ত থাকেন তবে ম্যাসেঞ্জারের এই ডেস্কটপ অ্যাপ্লিকেশনে স্বয়ংক্রিয়ভাবেই সংযুক্ত হয়ে যাবেন। কোনও ফোন নাম্বার, ইমেইল বা কোনও নতুন পরিষেবাতে সাইন আপ করার দরকার নেই।
মাল্টিটাস্কিং: কম্পিউটারে অন্য কাজ করতে করতে ডেস্কটপ অ্যাপ্লিকেশনে সংযুক্ত থাকা যাবে। স্মার্টফোনে যা সম্ভব নয়।
নোটিফিকেশন: নোটিফিকেশনগুলি ডেস্কটপেও পাওয়া যাবে। তবে সেগুলো নিজের ইচ্ছে মতো বন্ধ করে রাখা যাবে।
চ্যাট সিঙ্ক হবে: মেসেঞ্জারের হিস্ট্রির কোনো ক্ষতি না করেই সহজেই এক ডিভাইস থেকে অন্য ভিভাইসে যাওয়া যাবে। পাশাপাশি ম্যাসেঞ্জারের অন্যান্য সুবিধা যেমন: ডার্ক মোড এবং জিআইএফ পাওয়া যাবে এতে।
মাইক্রোসফট স্টোর এবং ম্যাক অ্যাপ স্টোর থেকে ডেস্কটপ ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *