অনলাইন ডেস্ক :
আজ মঙ্গলবার (১৯ মার্চ) এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়্যারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৩ জানুয়ারি এ কে এম মঞ্জুরুল হক তপু নামের এক ব্যক্তির ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে আকর্ষণীয় বেতনে ঘরে বসে পার্টটাইম ও ফুলটাইম চাকরির প্রস্তাব দিয়ে একটি বার্তা আসে।
তিনি আরো জানান, এ বিষয়ে ভুক্তভোগী গত সোমবার ডিএমপির ভাষানটেক থানায় একটি মামলা করেন। এই মামলায় প্রতারকচক্রের সদস্য মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারণার অর্থ সংগ্রহের জন্য ব্যবহৃত সিটি ব্যাংকের অ্যাকাউন্টটি মোয়াজ্জেম হোসেনের।এই অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।