

অনলাইন ডেস্ক :
গুড্ডু ভাইয়া (আলি ফজল) একটি হাতুড়ি দিয়ে শহরের মাঝখানে আসীন কালীন ভাইয়ার (পঙ্কজ ত্রিপাঠী) মূর্তি ভেঙে ফেলার মাধ্যমে ট্রেলারটি শুরু হয়।
দুর্দান্ত অ্যাকশন প্যাকড ও ভায়োলেন্সে রাজনীতির এপিঠ-ওপিঠের খণ্ডচিত্র দেখা গেছে ট্রেলারে।
গুরমিত সিং ও আনন্দ আইয়ার পরিচালিত এবং এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘মির্জাপুর থ্রি’ আগের তুলনায় আরো আকর্ষণীয় হতে চলেছে বলেই প্রতিশ্রুতি দিয়েছেন নির্মাতারা। ট্রেলারে যার ঝলকও দেখা গেছে। ফলে আসন্ন সিজনের জন্য প্রত্যাশা বেড়ে গেছে অনুরাগীদের।
মির্জাপুরের প্রথম সিজনটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ১৬ নভেম্বর। প্রথম সিজনেই বাজিমাত করে সিরিজটি। এরপর দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২০ সালের অক্টোবরে। গত বছর ডিসেম্বর মাসে এর তৃতীয় সিজনের শুটিং শেষ হয়। এতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, বিজয় ভার্মা, রাসিকা দুগ্গল এবং শ্বেতা ত্রিপাঠীর মতো তারকা।














