

অনলাইন ডেস্ক :
এর আগে সচিবালয় এলাকায় আন্দোলনরত আনসার সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে একজন আনসার সদস্যসহ কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে।
লাঠিসোঁটা হাতে হাজারো শিক্ষার্থীকে দৌড়ে সচিবালয়ের দিকে যেতে দেখা যায়। ছাত্ররা শিক্ষা ভবনের সামনে ও আনসাররা খাদ্য ভবনের সামনে অবস্থান নিয়ে ক্ষণে ক্ষণে সংঘর্ষে লিপ্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
এর আগে এক ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’
চাকরি জাতীয়করণের দাবিতে আজ রবিবার বেলা ১২টা থেকে সচিবালয় অবরোধ করেন আনসার সদস্যরা।














