মা-মেয়ের দেশ ভ্রমণ চুরির টাকা দিয়ে, সাড়ে তিন মাস পর ধরা

অনলাইন ডেস্ক :

 

দীর্ঘদিন ধরেই মিরপুরে বসতি হাউজিংয়ের একটি বাসায় কাজ করেন সায়মা আক্তার (২০)। গত ২৫ মে সেই বাসা থেকে স্বর্ণ ও অন্যান্য মালামালসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যান তিনি। চুরি করা স্বর্ণ ঢাকা ও কিশোরগঞ্জের তিনটি দোকানে বিক্রি করে সেই টাকা দিয়ে মা আছমা আক্তার (৩৭) কে নিয়ে গত তিন মাস দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান।

 

অবশেষে গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি স্বর্নের চেইন, চুরি করা স্বর্ণ বিক্রির ৫৯ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

 

 

তিনি বলেন, গত ২৫ মে সায়মা বাসা থেকে স্বর্ণ ও অন্যান্য মালামালসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যান। চুরি করা স্বর্ণ ঢাকা ও কিশোরগঞ্জের তিনটি দোকানে বিক্রি করে সেই টাকা দিয়ে মা আছমা আক্তার (৩৭) কে নিয়ে গত তিন মাস দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান।

 

আসামিদের ৩ দিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন বলেও জানান মোহাম্মদ মহসীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *