

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় পদ্মায় আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া মির্জানগর এলাকায় পদ্মার পানি কমার সাথে সাথে ভাঙনও তীব্র হচ্ছে। এরই মধ্যে ভেঙে পড়েছে আরেকটি বৈদ্যুতিক টাওয়ার। হুমকীর মুখে আছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়ক।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পানির তোড়ে হঠাতই ভেঙ্গে নদীর পেটে চলে যায় জাতীয় গ্রীডের ২নং বৈদ্যুতিক টাওয়ার। পানির তোড়ে তলিয়ে যাচ্ছে একরের পর একর ফসলি জমি। স্থানীয় মাদ্রাসা ও বসতবাড়িও হুমকীর মুখে পড়েছে। মাস দেড়েক আগে এর পাশেই আরো একটি বৈদ্যুতিক টাওয়ার তলিয়ে যায় পানির তোড়ে। অব্যাহত ভাঙনে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার হাজারো মানুষ।
এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান বিআইডব্লিউটিএ ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান।









