কুষ্টিয়া জেলা পরিষদ পার্কে বৃক্ষরোপণ করলেন আ’লীগ যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি

কুষ্টিয়া প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শোকের মাসে শোককে শক্তিতে রুপান্তরিত করে প্রত্যেককে কমপক্ষে তিনটি গাছ রোপণ করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা গত ১৬ জুলাই মুজিববর্ষ উদযাপনের অংশ হিসাবে সারাদেশে ১ কোটি চারা বিতরণ, রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী গনভবন প্রাঙ্গনে তিনটি গাছের চারা রোপণ করেন। কুষ্টিয়া জেলা পরিষদ পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন। তিনি আরো বলেন- করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে স্বাস্থ্য সুরক্ষা নিয়ম বজায় রেখে কুষ্টিয়ার প্রতিটি এলাকার মানুষকে বৃক্ষরোপণ করার আহব্বান করেন এবং আওয়ামী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেন। এমপি হানিফ আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রথম বৃক্ষরোপণ অভিযান শুরু করেছিলেন, তাঁর পদাঙ্ক অনুসরণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘মুজিববর্ষে’ এই কর্মসূচিটি বাস্তবায়ন করতে হবে। বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। গতকাল রবিবার বিকেলে কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে কুষ্টিয়া মহাশ্মশানের পাশে নির্মাণাধীন জেলা পরিষদ পার্কে কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এছাড়াও বৃক্ষরোপণ করেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মুন্সী মোঃ মনিরুজ্জামান ও শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খাঁন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, নির্বাহী সদস্য মাযহারুল আলম সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজুসহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *