

অনলাইন ডেস্ক :
এদিকে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে বুধবার সকালে সতর্ক সংকেত বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর সূত্র।
সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সম্পর্কে ভারতের আবহাওয়াবিষয়ক সরকারি সংস্থা আইএমডি জানিয়েছে, বুধবারই নিম্নচাপটি ঘূর্ণিঝড় ও বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের এসে তীব্র বা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার রাতে এক পূর্বাভাসে জানিয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে বরিশাল, খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে বুধবার দুপুরের পর থেকেই বৃষ্টি ধীরে ধীরে বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি ও মাত্রা আরো বাড়তে পারে।খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি থাকতে পারে।
















