একযোগে ৪ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অপসারণ

অনলাইন ডেস্ক :

 

দেশের চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করেছে সরকার। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

ওএসডি হওয়া বোর্ড চেয়ারম্যানরা হলেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার, কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. নিজামুল করিম, ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের ও রাজশাহী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. অলিউর রহমান।

প্রত্যাহার করা কর্মকর্তাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘শিক্ষা ক্যাডারের এ চার কর্মকর্তা ৭ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ বিকেলে তারা অবমুক্ত বলে গণ্য হবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *