মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল কবে, জানা যাবে আজ

অনলাইন ডেস্ক :

 

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে তা জানা যাবে আজ রবিবার। দুপুরে এ সংক্রান্ত সভায় ফলাফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হবে।

সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন।

তিনি বলেন, ‘আজ রবিবার দুপুরে একটি সভা আছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভার পরে জানা যাবে, কখন মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।’

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এবার কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *