

অনলাইন ডেস্ক :
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী রবিবার পর্যন্ত সারা দেশেই এমন পরিস্থিতি থাকতে পারে।
নাজমুল হক জানান, আগামী রবিবার পর্যন্ত্ম খুলনা ও সিলেট বিভাগ, ঢাকার পূর্বাংশ এবং রাজশাহী বিভাগের কিছু অংশ বিশেষ করে রাজশাহী, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এসময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯.৫ ডিগ্রি।















