ইসরায়েলি হামলায় গাজায় শিশুসহ নিহত ২১ জন

অনলাইন ডেস্ক :

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অবরোধের মধ্যে শনিবার ভোর থেকে চালানো হামলায় কমপক্ষে ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এই অবরোধের কারণে যুদ্ধবিধ্বস্ত উপকূলীয় এলাকায় মানবিক সংকট আরো তীব্র হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার সন্ধ্যায় মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি গৃহহীনদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় চারজন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েকজন আহত হন।

এর আগে, ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, শনিবার সকালে গাজা শহরের সাবরা এলাকায় একটি তাঁবুতে বিমান হামলায় তুলাইব পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। 

ফ্রান্সের এএফপি সংবাদ সংস্থাকে নিহতদের এক আত্মীয় ওমর আবু আল-কাস জানান, সে সময় তাঁবুর ভিতরে তিনটি শিশু, তাদের মা ও সৎ বাবা ঘুমিয়ে ছিলেন। তখনই দখলদার বাহিনীর একটি বিমান তাদের ওপর বোমা নিক্ষেপ করে।

আবু আল-কাস আরো বলেন, কোনো ধরনের সতর্কতা ছাড়াই এবং বিনা কারণে তাদের ওপর হামলা হয়েছে।

অন্যদিকে, গাজা শহরের তুফাহ এলাকায় একটি ড্রোন হামলায় ছয়জন নিহত হন এবং শেখ রাদওয়ান এলাকায় জাকুত পরিবারের একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলায় আরো একজন প্রাণ হারান।

গাজার দক্ষিণাঞ্চলে ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধজাহাজ থেকে রাফাহ উপকূলে ভারি গুলিবর্ষণ করা হয়, যেখানে মোহাম্মদ সাঈদ আল-বারদাউইল নামে একজন নিহত হন। রাফাহর পশ্চিমে আল-মাওয়াসি মানবিক অঞ্চলে হামলায় আরো দুইজন বেসামরিক লোক আহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং আরো ১২৪ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *