

কুষ্টিয়া প্রতিনিধি :
নিহতরা হলেন কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকার বাবলু বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৩০) এবং একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩০)। নিহত তুষার ও রাব্বি বন্ধু।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা তুষারকে মৃত ঘোষণা করেন।পরে চিকিৎসাধীন অবস্থায় তুষারের বন্ধু রাব্বিরও মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সবুজ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তুষারের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাব্বিরও মৃত্যু হয়।
এ বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।








