নির্বাচনের সময়সীমা ৩০ জুন পেরোবে না : প্রেস সচিব শফিকুল আলম

অনলাইন ডেস্ক :

আগামী বছরের জুনের পর এক দিনও দায়িত্বে থাকবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল রবিবার (২৫ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।
শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন।

৩০ জুনের ওই পাড়ে যাবে না। এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন।নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি যত দিন দায়িত্বে আছি দেশের কোনো অনিষ্ট হবে, এমন কানো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে।

ঐকমত্য থাকতে হবে।’তিনি বলেন, ‘আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি সেটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। অভ্যুত্থানের কারণে মহাসুযোগ পেয়েছি।

ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার সুযোগ এসেছে।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি দেশের ভেতরে বাইরে তৈরি হয়েছে যাতে আমরা এগোতে না পারি। যাতে সব কিছু ধ্বংস হয়ে যায়। আবার যাতে গোলামিতে ফেরত যাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *