

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার (২৯ মে) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সশস্ত্রবাহিনী বিভাগ আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘দেশের সংবিধানের নির্দেশনা আর মুক্তিযুদ্ধের চেতনায় অতীতের মতো ভবিষ্যতেও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইউএনের পাশে থাকবে বাংলাদেশ। বিশ্বশান্তি রক্ষায় কাজ করে যাবে বাংলাদেশের সশস্ত্রবাহিনী।
এদিকে, পিসকিপার রানে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সেনাবাহিনীকে আরো দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার।’
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সশস্ত্রবাহিনী বিভাগের এ আয়োজনে চার বাহিনীর সদস্য ছাড়াও অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পুরাতন বিমানবন্দর থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘুরে শেষ হয় পিসকিপার রান।এ দৌড়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বৈরি আবহাওয়ায় পরিসর সীমিত করা হলেও জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে দেশের বিভিন্ন সেনানিবাসে ছিল নানা আয়োজন। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।













