যশোরে নারী চিকিৎসককে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ,ভুয়া মেজর গ্রেপ্তার

ডিপি ডেক্স :

নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে একজন নারী চিকিৎসককে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর ৫০ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে বেনজির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩ জুন) বিকেলে যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত বেনজির নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নারী চিকিৎসক সূত্রে জানা যায়, চিকিৎসা নিতে আসার সুযোগে বেনজিরের সঙ্গে পরিচয় হয় তার।

এর পর থেকে বেনজির নানাভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তিনি নিজেকে সেনাবাহিনীর একজন মেজর এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে লেখাপড়া করেছেন বলে তথ্য দেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের মধ্যে ৩-৪ বার শারীরিক সম্পর্ক হয়। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে রাখেন অভিযুক্ত বেনজির।
পরে নানা কায়দায় ভুক্তভোগী চিকিৎসকের কাছ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। টাকা ফেরত চাইলে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে তাকে হত্যার পর একমাত্র ছেলেসন্তানের ক্ষতি করার হুমকি দেন বেনজির। একপর্যায়ে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, অভিযুক্ত বেনজির আসলে কোনো সেনা সদস্য না। মিথ্যা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে সুবিধা নেওয়া তার পেশা।

পরে তার বিরুদ্ধে ভুক্তভোগী নারী চিকিৎসক বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

ভুয়া মেজরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভুঞা। তিনি বলেন, গ্রেপ্তারের পর বেনজির অভিযোগ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি, প্রতারণাসহ ৪টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *