বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুম শেষে আন্তর্জাতিক ফুটবলের উত্তাপে ফিরছেন লিওনেল মেসি, ভিনিসিয়ুস জুনিয়রদের মতো তারকারা। ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে উত্তেজনাপূর্ণ এক ভোর, যেখানে বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় শুক্রবার (৬ জুন) ভোর ৫টায় এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল। এটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটিই ব্রাজিলের প্রথম ম্যাচ।

এর দুই ঘণ্টা পর, সকাল ৭টায় নেমে পড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ চিলি, ম্যাচটি হবে ন্যাশনাল হুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে।

চলতি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ফর্মে আছে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা এবং ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মেসির দল।

দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের সংগ্রহ ২৩ পয়েন্ট। সমান ২১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।

বিশ্বকাপ বাছাইয়ের এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে দারুণ আগ্রহ তৈরি হয়েছে ফুটবলভক্তদের মধ্যে। উত্তেজনার এই মুহূর্তগুলো উপভোগ করতে প্রস্তুত পুরো বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *