বার্সেলোনা বছরের শুরুতে পয়েন্ট খোয়ালো

অনলাইন ডেস্ক : ফ্রেঙ্কি ডি’জংয়ের লাল কার্ড দেখে মাঠ ছাড়ার মূল্য চোকাতে হল বার্সেলোনাকে। শেষ ১৫ মিনিট ১০ জন নিয়ে খেলার মাশুল দিয়ে বছরের শুরুতেই পয়েন্ট খোয়াতে হল লিওনেল মেসির বার্সেলোনাকে।

আরসিডিই স্টেডিয়ামে লা লিগার ম্যাচে বার্সা ২-২ গোলে ড্র করে এস্পানিয়লের বিরুদ্ধে। বার্সার হয়ে দ্বিতীয়ার্ধে ২টি গোল করে যথাক্রমে সুয়ারেজ ও ভিদাল। এস্পানিয়লের হয়ে দুই অর্ধে ২টি গোল ডেভিড লোপেজ ও য়ু লেইয়ের।
চীনা তারকা লেইয়ের ঐতিহাসিক গোলেই মূলত বার্সার কাছে থেকে মূল্যবান ১ পয়েন্ট ছিনিয়ে নেয় লিগ টেবিলের একেবারে শেষে থাকা এস্পানিয়ল। ঐতিহাসিক গোল একারণেই যে, এর আগে কখনও কোনও চীনা ফুটবলার বার্সেলোনার বিরুদ্ধে কোনও টুর্নামেন্টে গোল করেননি।

ম্যাচের শুরুতে লড়াইটা ছিল মূলত সেকেন্ড বয় বনাম লাস্ট বয়ের মধ্যে। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে দাঁড়িয়েছিল বার্সা। যথারীতি একদম শেষে অবস্থান করছিল এস্পানিয়ল। ম্যাচে উভয় দল ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নেওয়ায় বার্সেলোনার অবস্থান বদল হয়। তারা গোলপার্থক্যের হিসাবে রিয়াল মাদ্রিদকে টপকে পুনরায় শীর্ষে উঠে আসে। তবে এস্পানিয়লকে থেকে যেতে হয় তলানিতেই।

ম্যাচের ২৩ মিনিটে মার্ক রোকার পাস থেকে গোল করে এস্পানিয়লকে ১-০ এগিয়ে দেন ডেভিড লোপেজ। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ৫০ মিনিটের মাথায় জোর্ডি আলবার পাস থেকে গোল করে বার্সেলোনাকে ১-১ সমতায় ফেরান সুয়ারেজ। ৫৯ মিনিটে সুয়ারেজের বৃপাস থেকে গোল করে বার্সেলোনাকে ২-১ গোলে এগিয়ে দেন ভিদাল।

৭৫ মিনিটে ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন ডি’জং। ফলে রেফারি তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন। শেষ ১৫ মিনিটে ১০ জনের বার্সেলোনাকে পেয়ে মরিয়া আক্রমণ শাণায় এস্পানিয়ল। ৮৮ মিনিটে ভার্গাসের পাস থেকে গোল করে এস্পানিয়লের হয়ে সমতাসূচক গোল করেন লেই। বাকি সময়ে কোনও গোল না হওয়ায় ম্যাচের চূড়ান্ত স্কোর-লাইন দাঁড়ায় ২-২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *