চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে করোনাভাইরাস নজরদারি জোরদার

ডিপি ডেস্ক :

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর কর্তৃপক্ষ একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। 

গতকাল রবিবার (৮ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক আগত যাত্রীদের জন্য ইমিগ্রেশন এলাকায় হেলথ স্ক্রিনিংয়ের প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।

যাত্রীদের শরীর স্পর্শ না করেই তাপমাত্রা নির্ণয়ে ব্যবহৃত হচ্ছে আধুনিক থার্মাল স্ক্যানার। পুরো প্রক্রিয়া পরিচালনায় রয়েছে একটি মেডিক্যাল টিম, যারা স্ক্রিনিং কার্যক্রম তত্ত্বাবধান করছেন।

বিমানবন্দরের স্পর্শকাতর এলাকাগুলোতে যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক ও গ্লাভস সংরক্ষণে রাখা হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘দেশে যেন করোনার নতুন কোনো ঢেউ না আসে, সে জন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *