কুষ্টিয়ায় যৌথ অভিযানে চার ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রাতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতে চার ইট ভাটা মালিককে জ্বালনী কাঠ পোড়ানোর অপরাধে পরিবেশ আইনে ৫লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ড্রাম চিমনির ইট ভাটা উচ্ছেদ করে তা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।

অভিযানে কুমারখালীর যদুবযরার কেশবপুরে এস আর বি ইট ভাটাকে ২ লক্ষ, ট্রি জে বি মালিককে ১ লক্ষ ,সাগর ইট ভাটা মালিককে ১ লক্ষ, সৈনিক বিক্সস কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের তিন জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম শীল ও ইসাহক আলী ও শাহীনুর আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান। এছাড়াও কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিদর্শক কমল কুমার বর্মন সহ র্যাব পুলিশ সাংবাদিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম শীল জানান, এই সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *