ঝিনাইদহের মহেশপুরে মায়ের সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যা

ডিপি ডেস্ক :

ঝিনাইদহের মহেশপুরে মায়ের সঙ্গে অভিমান করে লিমা খাতুন (১১) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। 

সোমবার (১৬ জুন) উপজেলার যাদবপুর ইউনিয়নের মাটিলা গ্রামে এ  ঘটনা ঘটে।নিহত লিমা খাতুন একই গ্রামের লাল্টু মণ্ডলের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পারিবারিক কারণে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হয় শিক্ষার্থী লিমার।

পরে সকাল ১০টার দিকে মায়ের সঙ্গে অভিমান করে রুমের দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। 

স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত এটি একটি আত্মহনন।নিজের মায়ের সঙ্গে অভিমান করে শিশুটি আত্মহননের পথ বেছে নিতে পারে।

তবে নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *