

অনলাইন ডেস্ক :
চলমান এইচএসসির এ পর্যন্ত ৪ দিনের পরীক্ষা স্থগিত হয়েছে। এ পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে স্থগিত প্রত্যেক দিনের পরীক্ষা পৃথক আরেকটি দিনে নেওয়ার সূচি নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মোট চারদিনের স্থগিত পরীক্ষার এ সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিকাল ৬টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিবর্তিত সূচি
* ২২ জুলাইয়ের পরীক্ষা হবে ১৭ আগস্ট।
* ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ আগস্ট।
* বন্যা পরিস্থিতির কারণে গত ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো হবে ১২ আগস্ট।
* সংঘর্ষের ঘটনায় গত ১৭ জুলাই শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট।
এদিকে, লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে। প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী- ২১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
এদিকে, স্থগিত হওয়া আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এ রুটিন প্রকাশ করা হয়।
স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি হলো, গত ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট, ১৫ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৩ আগস্ট, ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট।














