রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেফতার ৫ জন কারাগারে

ডিপি ডেস্ক :

 

রংপুরের গঙ্গাচড়ায় আলদাদপুর গ্রামের বালাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৫ জনকে আদালতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

 

আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গঙ্গাচড়া আমলি আদালতের বিচারক কৃঞ্চ কমল রায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, পুলিশের পক্ষ থেকে আসামিদের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে সে বিষয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন বিচারক। এর আগে পুলিশের প্রিজনভ্যানে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাদের আদালতে নেওয়া হয়। তারা ঘটনাস্থলের পাশেই নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের বাসিন্দা।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিংগেরগাড়ি মাঝাপাড়ার লাভলু মিয়ার ছেলে ইয়াছিন আলী (২৫), ধনীপাড়ার নুর আলমের ছেলে স্বাধীন মিয়া (২৮), চাঁদখানা মাঝাপাড়ার গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম (২৮), পাঠানপাড়ার মৃত বাবুল খানের ছেলে এস এম আতিকুর রহমান খান আতিক (২২) ও চওড়াপাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন সেলিম (২২)।

 

ঘটনার বিবরণে জানা যায়, গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের এক কিশোর (১৭) ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর লেখা ও ছবি দিয়েছে-এমন অভিযোগ পায় পুলিশ। পরে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে শনিবার রাতে থানায় আনা হয়। পরে সাইবার সুরক্ষা আইনে মামলা করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয় তাকে। ওই কিশোর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় পর্বের শিক্ষার্থী ও আলদাদপুর বালাপাড়া গ্রামের সুজন চন্দ্র রায়ের ছেলে।

 

এ ঘটনায় উত্তেজিত জনতা শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত দফায় দফায় ওই কিশোরের বিচারের দাবিতে মিছিলসহ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ঢুকে অন্তত ২০ থেকে ২৫ পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। ঘটনার ৩ দিন পর মঙ্গলবার সন্ধ্যায় একজন ভুক্তভোগী বাদী হয়ে ১২০০ জনকে আসামি করে গঙ্গাচড়া থানায় মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *