জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

শনিবার (০২ আগস্ট) চিকিৎসকরা প্রায় ৫ ঘণ্টা অপারেশনের পর একথা জানান।

ডা. শফিকুর রহমানের চিকিৎসা কাজে নিয়োজিত মেডিকেল টিমের সদস্য ডা. খলিদুজ্জামানয় বলেন, জামায়াত আমিরের বাইপাস সার্জারি সফল হয়েছে। তিনি ভালো আছেন। তাকে পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। নিবিড় পর্যবেক্ষণের পর তার চিকিৎসার আপডেট জানানো হবে।

এরআগে শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হয়। সকাল সাড়ে ৭টার দিকে তাকে অপারেশন থিয়োটারে নেওয়া হয়। এরপর সাড়ে ৭টার দিকে তার অপারেশনের কার্যক্রম শুরু করেন চিকিৎসকেরা। সাড়ে ১২টার দিকে অপারেশন শেষ হয়।

গতকাল শুক্রবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সম্প্রতি এক সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হৃদযন্ত্রে ৫টি ব্লক ধরা পড়ে, যার মধ্যে কয়েকটি গুরুতর।

মিয়া গোলাম পরোয়ার বলেন, অনেকেই বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু ডা. শফিকুর রহমান নিজেই দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল দেশবাসীর কাছে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *