খুলনায় পিকআপ ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ জন, আহত ৫

ডিপি ডেস্ক :

খুলনার ডুমুরিয়ায় পিকআপের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে।

তারা হলেন ইজিবাইকচালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা।প্রত্যক্ষদর্শীরা জানান, সাতজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনার গল্লামারীর দিকে যাচ্ছিল। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌঁছলে খুলনা থেকে ছেড়ে যাওয়া দ্রুতগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে ইজিবাইকচালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন ঘটনাস্থলেই মারা যান।
আহতদের মধ্যে আরেকজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *